ঠাকুর গাঁও পীরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. তাজুল ইসলাম মহোদয়ের সাথে বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম (বিএনজেএফ)রেজি নং এস গভঃ ৪২১৯৯/১৮/ ঠাকুর গাঁও জেলা ও পীর গঞ্জ উপজেলা কমিটি এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) পীরগঞ্জ থানায় ওসির কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম (বিএনজেএফ) ঠাকুর গাঁও জেলা ও পীর গঞ্জ উপজেলা কমিটি সভাপতি মাহফুজুর রহমান, উপদেষ্টা গীতি গমন চন্দ্র রায়, ঠাকুরগাঁও জেলা সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন সিনিয়র সহ-সভাপতি কায়সার রেজা লাবণ্য সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম,উপজেলা সহ-সভাপতি মোজাহার সাংগঠনিক সম্পাদক শামসুজ্জোহা,উপজেলা সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,ঠাকুর গাঁও জেলা দপ্তর সম্পাদক রেজাউল ফেরদৌস ,উপজেলা দপ্তর সম্পাদক আইনুল হক এবং সদস্য মোঃ আমিনুল ইসলাম আবু বক্কর সিদ্দিকসহ আরও অনেকে।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি মো.তাজুল ইসলাম বলেন, বিভিন্ন সমস্যার মধ্যে বর্তমান আমরা, তাই সবাইকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। পুলিশ সাংবাদিক এক হয়ে কাজ করলে সমাজ থেকে বেশীরভাগ অপরাধ নির্মূল করা সম্ভব হবে।