মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটায় অসহায় প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ পারুলিয়ায় ইউনিয়ন পরিষদের সাথে কর্ম পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক পর্যাবেক্ষন সভা শ্যামনগরে প্রতিবন্ধিতা উত্তরণ মেলা ২০২৪ অনুষ্ঠিত বিশ্ব কীটনাশক মুক্ত দিবস উপলক্ষ্যে শ্যামনগরে মানববন্ধন গাবুরা ৭নং ওয়ার্ড জাতীয়তাবাদী দল (বিএনপি) অফিস উদ্বোধন ১৩ই ডিসেম্বর খুলনায় গণসংহতি আন্দোলনের গণসংলাপ প্রচারে এগিয়ে নেতাকর্মীরা বিজিবির অভিযানে সোমেশ্বরী নদীর অবৈধ বালু লুটপাট বন্ধ, স্থানীয়দের মধ্যে স্বস্তি যমুনা নদীর আবর্জনা পরিষ্কার করে দৃষ্টান্ত স্থাপন করলেন শ্যামনগরের ইউএনও মোছাঃ রনি খাতুন নূরনগর ক্রিকেট একাডেমীর দাপুটে জয়: মুন্সিগঞ্জ একতা যুব সংঘকে ১১৬ রানে হারালো শ্যামনগরে ইউপি চেয়ারম্যান জাফরুল আলম বাবু গ্রেপ্তার
নোটিশ :
Wellcome to our website...

সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১৩৫৬৬৪ টাকা

ভোরের সংবাদ ডেস্ক: ৩৪ Time View
Update : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৫০ অপরাহ্ন

দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। এতে দেশের বাজারে সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে এই ধাতুটির। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৩৫ হাজার ৬৬৪ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। আগামীকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এর আগে গত ২২ সেপ্টেম্বর ও ১৫ সেপ্টেম্বর আরও দুই দফা সোনার দাম বাড়ানো হয়। ২২ সেপ্টেম্বর ভালো মানের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়। এতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়ায় এক লাখ ৩৩ হাজার ৫১ টাকা। দেশের বাজারে এতদিন এটিই ছিল সোনার সর্বোচ্চ দাম। এখন নতুন করে দাম বাড়ানোর ফলে সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হলো।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৩৫ হাজার ৬৬৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৫০৭ টাকা বাড়িয়ে এক লাখ ২৯ হাজার ৫০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ১৩৫ টাকা বাড়িয়ে এক লাখ ১০ হাজার ৯৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক হাজার ৮২০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৯১ হাজার ৩৮ টাকা।

এর আগে ২২ সেপ্টেম্বর সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় এক লাখ ৩৩ হাজার ৫১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৯৯৮ টাকা বাড়িয়ে এক লাখ ২৬ হাজার ৯৯৮ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৫৭৮ টাকা বাড়িয়ে এক লাখ ৮ হাজার ৮৬০ টাকা নির্ধারণ করা হয়। সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ২ হাজার ২০৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ৮৯ হাজার ২১৮ টাকা। আজ মঙ্গলবার পর্যন্ত এ দামেই সোনা বিক্রি হয়েছে।

সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ১০০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম এক হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।


More News Of This Category