এম আব্দুর রহমান বাবু বিশেষ প্রতিনিধি :
শ্যামনগরে পোলের খাল উদ্ধার ও পুনঃ খননের জন্য শুভ উদ্বোধন করলেন ইউএনও নাজিবুল আলম। উপজেলার কৈখালী ইউনিয়নের পোলের খালে নদী হতে লবণ পানি উত্তোলন করে মৎস্য চাষ করার ফলে এলাকার প্রাণ বৈচিত্র্য হুমকির মুখে পড়ছে বলে এলাকাবাসী দীর্ঘদিন যাবত অভিযোগ করে আসছিলেন।
প্রতি বছর বর্ষা মৌসুমে এলাকার পানি নিষ্কাশন না হওয়ায় প্লাবিত হয় এলাকাজুড়ে । লবণ পানির কারণে বসত ভিটা, গাছ-গাছালি, মিষ্টি পানির পুকর, ধান্য ফসলসহ নানা ক্ষতি সাধন হয়ে আসছে। পোলের খাল উদ্ধার ও খননের জন্য এলাকাবাসী সাতক্ষীরা-৪ আসনের জতীয় সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মৎস্য কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন এলাকাবাসী। এরই ধারাবাহিকতায় শ্যামনগর উপজেলা প্রশাসন উদ্যোগ নেন খালটি দখলমুক্ত এবং পুনঃ খননের। যার প্রেক্ষিতে গত বৃহস্পতিবার(৬ জুন) বিএডিসির সহযোগিতায় পোলের খাল পুনঃ খননের উদবোধন করেন শ্যামনগর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার নাজিবুল আলম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব শাহিনুল ইসলাম, বিএসডিসির কর্মকর্তা বৃন্দ।পোলের খাল খননের কাজ শুরু হওয়ায় মাননীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন এবং উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকাবাসী।