বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটায় রস সংগ্রহে খেজুর গাছ প্রস্তুত করতে ব্যস্ত গাছিরা গাবুরায় বাল্যবিবাহ ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে পিতামাতাদের সাথে সংলাপ শ্যামনগরে গণমাধ্যম কর্মীদের সাথে নব যোগদানকৃত নিবার্হী অফিসার রনী খাতুনের মতবিনিময় শ্যামনগরে সরকারী সেবায় স্থানীয় জনগোষ্টীর প্রবেশাধিকারের লক্ষ্যে সংলাপ ও মতবিনিমময় বুড়িগোয়ালিনীতে পরিবেশবান্ধব ব্যবসা বিষয়ক পরামর্শ সভা দেবহাটায় সিভিএ ওয়ার্কিং গ্রুপের ইন্টারফেইস মিটিং সাতক্ষীরা টু কালিগঞ্জ মহাসড়ক সংস্কারের দাবিতে দেবহাটায় জামাতের মানববন্ধন অনুষ্ঠিত কোডেকের পরিবেশবান্ধব ব্যবসা বিষয়ক পরামর্শ সভা কালিগঞ্জ বিএনপির আয়োজনে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হয়েছে দেবহাটার সখিপুরে আবাসিক এলাকায় কারখানা, মানছে না কোন বাঁধা!
নোটিশ :
Wellcome to our website...

দেবহাটায় সিভিএ ওয়ার্কিং গ্রুপের ইন্টারফেইস মিটিং

আব্দুল্লাহ আল মামুন নিজস্ব প্রতিবেদক: ২৮ Time View
Update : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৭:৫৩ অপরাহ্ন

দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদে কমিউনিটি ক্লিনিকের মনিটরিং স্ট্যান্ডার্ড এর উপর সিটিজেন ভয়েজ অ্যাকশন (সিভিএ) ওয়ার্কিং গ্রুপের ইন্টারফেইস মিটিং অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সখিপুর ইউনিয়ন পরিষদ মাঠে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের  রাইট টু গ্রো প্রোজেক্টের সহযোগীতায় ওসিটিজেন ভয়েজ অ্যাকশন (সিভিএ) ওয়ার্কিং গ্রুপের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শরিফ ইকবাল।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এম এ এইচ মইনুল, ঈদগাহ কমিউনিটি ক্লিনিকের জমিদাতা ও সহ-সভাপতি কামরুল ইসলাম, পাচপোতা কমিউনিটি ক্লিনিকের সভাপতি এবং ইউপি সদস্য নাজিম উদ্দিন, জমিদাতা রেজাউল ইসলাম,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মোঃ আব্দুল্লাহ গাজী, সখিপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সোহাগ হোসেন, এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও পরিবার পরিকল্পনা পরিদর্শক, সখিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা গোলাম রব্বানী, প্যানেল চেয়ারম্যান সহ অন্যান্য ইউপি সদস্য/সদস্যা।

উক্ত ইন্টারফেইস মিটিং এ আরও উপস্থিত রাইট টু গ্রো প্রোজেক্টের ট্রেনিং এ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার সুশান্ত কুমার বিশ্বাস, ঈদগাহ এবং পচপোতা কমিউনিটির সিএইচসিপি, এইচ এ, এফ ডাব্লিউ এ, সিভিএ গ্রুপ মেম্বার, সিএসও সদস্য, ক্ষুদ্র উদ্যোক্তা, ৫ বছরের নিচের শিশুদের পিতা-মাতা, গণ্য মান্য ব্যক্তিবর্গ, সিপি সুরমা আক্তার ও তানিয়া ইসলাম এবং ইউ এফ রাহানা ইয়াসমিন প্রমুখ।

এসময় সখিপুর ইউনিয়ন পরিষদের আওতায় ২ টি কমিউনিটি ক্লিনিকের ২২টি মনিটরিং স্ট্যান্ডার্ড এর উপর পুরুষ, নারী, বালক ও বালিকা- ৪ টি দল স্কোরকার্ডের মাধ্যমে সিভিএ ওয়ার্কিং গ্রুপের সদস্যবৃন্দ উপস্থাপন করেন। স্কোরকার্ড অনুযায়ী প্রায় সমগ্র স্ট্যান্ডার্ডের ভাল ফলাফল পরিলক্ষিত হয় কিন্তু সাধারন জনগনের মতামতের ভিত্তিতে কমিউনিটি ক্লিনিকের সেবা প্রদানের সময়, স্বাস্থ্যসম্মত টয়লেট, প্রাচীর নির্মাণ, সুপেয় পানির ব্যবস্থা ও সেবা প্রদানের মান বাড়ানোর ক্ষেত্রে একটি কর্মপরিকল্পনা তৈরী করা হয়। সভার সভাপতি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম উল্লেখ করেন, কমিউনিটি ক্লিনিকের ঔষধ সংক্রান্ত বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এবং কমিউনিটি ক্লিনিকের উন্নয়নের ক্ষেত্রে কর্মপরিকল্পনার অন্য বিষয়গুলো ইউনিয়ন পরিষদ থেকে সমাধান করার আশ্বাস প্রদান করেন।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন রাইট টু গ্রো প্রোজেক্টের অ্যাডভোকেসি ও জেন্ডার বিষয়ক অফিসার উজ্জ্বল কুমার পাল।


More News Of This Category