সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর বাজারে অবস্থিত সেমি-অটো রাইস মিল (চেয়ারম্যান মিল) এর বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১:২০ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ রনী খাতুনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মিলটিতে ব্যবহৃত পলিপ্রোপাইলিনের বস্তায় চাল মোড়ানোর অপরাধ ধরা পড়ে।
অভিযোগটি পণ্য পাঠজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ (৫৩ নম্বর আইন) অনুযায়ী আইন লঙ্ঘনের মধ্যে পড়ে। উক্ত আইন অনুযায়ী, চাল বা অন্যান্য পণ্য পরিবহনে নির্ধারিত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক। পলিপ্রোপাইলিনের বস্তা এ আইনের অধীনে নিষিদ্ধ।
অভিযান শেষে দোষী সাব্যস্ত করে মিল মালিককে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন জানান, আইন লঙ্ঘনকারী যে-ই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটি পরিবেশ সুরক্ষা এবং আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন তিনি। আইন মানার পাশাপাশি পরিবেশের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান স্থানীয় প্রশাসন।