সাতক্ষীরার দেবহাটায় স্থানীয় উদ্যোক্তা এসোসিয়েশন, প্রাইভেট সেক্টর ও সরকারি বিভাগের যৌথ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদ হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রোজেক্টের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সিএসও ফোরামের সেক্রেটারি লিটন ঘোষ বাপির সঞ্চালনায় ও রাইট টু গ্রো প্রোজেক্টের প্রজেক্ট ম্যানেজার জগম্ময় প্রজেশ বিশ্বাসের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন। তিনি স্থানীয় উদ্যোক্তা এসোসিয়েশন ও প্রাইভেট সেক্টরের সেবার মান উন্নয়নে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
উক্ত সম্মেলনে স্বাস্থ্য, পুষ্টি এবং ওয়াশ (WASH) বিষয়ক পণ্যের ব্যবসায়িক ধারণা, কৌশল এবং রাইট টু গ্রো প্রোজেক্টের কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন ট্রেনিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার সুশান্ত কুমার রায়।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সঞ্জয় কুমার মণ্ডল, সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক মিজানুর রহমান, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস চন্দ্র মণ্ডল, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন এবং উপজেলা সিএসও ফোরামের সভাপতি মো. সালাউদ্দিন।
স্থানীয় উদ্যোক্তা এসোসিয়েশনের সভাপতি বিলকিস নাদিরাসহ এ সভায় এসিআই, আরএফএল এবং এসএমসি কোম্পানির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সম্মেলনের শেষে স্বাস্থ্য, পুষ্টি এবং ওয়াশ বিষয়ক পণ্য ন্যায্য ও সুলভ মূল্যে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্থানীয় উদ্যোক্তা এসোসিয়েশন ও প্রাইভেট সেক্টরের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
এ সম্মেলনের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে প্রাইভেট সেক্টর এবং সরকারি বিভাগের কার্যকর সমন্বয় প্রতিষ্ঠার একটি মাইলফলক স্থাপিত হলো।