বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসা থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার দেবহাটায় স্বাস্থ্যকর গ্রাম ঘোষণা বিষয়ক সভা  নূরনগরে চেয়ারম্যান রাইস মিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে উপকুলীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার, সংস্কৃতি এবং ঐতিহ্য রক্ষায় প্রদর্শনী ও সাংস্কৃতিক পরিবেশনা দেবহাটায় ৮ টি পরিবারের ৫০ বছরের রাস্তা বন্ধের চক্রান্তকারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন দেবহাটায় স্থানীয় উদ্যোক্তা, প্রাইভেট সেক্টর ও সরকারি বিভাগের যৌথ সভা অনুষ্ঠিত ১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবিতে দেবহাটায় স্মারকলিপি প্রদান রমজাননগরে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ধার নিয়ে ফেরত দিচ্ছে না? জেনে নিন কী করবেন শ্যামনগরে রামজীবনপুর যুব জামায়াতের সাধারণ কর্মী সমাবেশ অনুষ্ঠিত
নোটিশ :
Wellcome to our website...

দেবহাটায় স্বাস্থ্যকর গ্রাম ঘোষণা বিষয়ক সভা 

আব্দুল্লাহ আল মামুন : ১৫ Time View
Update : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১০:০১ অপরাহ্ন

দেবহাটা উপজেলার আজিজপুর গ্রামে স্বাস্থ্যকর গ্রাম ঘোষণা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় টাউন শ্রীপুর সবুজ সংঘের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রোজেক্টের সহযোগিতায়

উপজেলার আজিজপুর গ্রামে অনুষ্ঠিত স্বাস্থ্যকর গ্রাম ঘোষণা বিষয়ক সভায় উপজেলা সিএসও ফোরামের সেক্রেটারি লিটন ঘোষ বাপির সঞ্চালনায় ও দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুলের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্যকর গ্রাম বাস্তবায়নের সামগ্রিক অগ্রগতি বিশ্লেষণ, স্বাস্থ্যকর গ্রাম ঘোষণা ও পরবর্তী দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।

উক্ত সভায় উপস্থিত থেকে সভার উদ্দেশ্যে ও স্বাস্থ্যকর গ্রাম বাস্তবায়নে নির্দেশক পর্যালোচনা করেন রাইট টু গ্রো প্রোজেক্টের প্রজেক্ট ম্যানেজার জগম্ময় প্রজেশ বিশ্বাস।

সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খালিদ হাসান খান, ইউপি মেম্বার আজগর আলী, মহিলা মেম্বার রেহানা পারভীন, রাইট টু গ্রো প্রোজেক্টের ট্রেনিং এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার সুশান্ত কুমার রায়,

টাউনশ্রীপুর শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম আজাদ, প্রাক্তন শিক্ষক আফছার মাস্টার, উপজেলা সিএসও ফোরামের সভাপতি মোঃ সালাউদ্দিন ও সিএসও ফিরোজ শাহ আলম। উক্ত সভায় সিএসও উত্তম কুমার রায়, বিলকিস নাদিরা, সবিতা চক্রবর্তী, আনারুল ইসলাম, প্রজেক্টের ইউনিয়ন ফ্যাসিলিটেটর সাইফুল ইসলাম সহ স্থানীয় উদ্যোক্তারা, গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান স্বাস্থ্যকর গ্রাম বাস্তবায়নের নির্দেশক সমুহের সামগ্রিক অগ্রগতি বিশ্লেষণ করে আজিজপুর গ্রামকে স্বাস্থ্যকর গ্রাম হিসেবে ঘোষণা করেন এবং ফলক উন্মোচন করেন।


More News Of This Category