সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনি খাতুন স্বপ্রণোদিত উদ্যোগে যমুনা নদীর ময়লা-আবর্জনা পরিষ্কার করে এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন।
সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় তিনি উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারীকে সাথে নিয়ে যমুনা নদীর তীর থেকে আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করেন।
ইউএনও’র এমন উদ্যোগ দেখে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার সাথে অংশগ্রহণ করেন। একসাথে কাজ করে সবাই নদীর তীরকে পরিচ্ছন্ন করার জন্য সম্মিলিতভাবে প্রচেষ্টা চালান।
এসময় মোছাঃ রনি খাতুন বলেন, নিজ নিজ শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সবার। আমরা যদি নিজেদের উদ্যোগে এই দায়িত্ব পালন করি, তাহলে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষিত থাকবে।তিনি স্থানীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান, যমুনা নদীতে কোনো ধরনের ময়লা বা আবর্জনা না ফেলার এবং তাদের দোকান ও আশপাশের রাস্তাগুলো নিয়মিত পরিষ্কার রাখার।
উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়েছে। পরিবেশ রক্ষায় তার এই ব্যতিক্রমী উদ্যোগ প্রশংসিত হচ্ছে সর্বমহলে।