সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক একটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) শ্যামনগর উপজেলা কৃষি অফিসের হলরুমে এই সংলাপের আয়োজন করা হয়। নেটজ-পার্টনারশীপ ফর ডেভেলপমেন্ট এন্ড জাস্টিস’র সহযোগিতায় এবং বারসিকের (বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান) বাস্তবায়নে এই আয়োজনটি সম্পন্ন হয়। এটি বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা শক্তিশালীকরণ (পরিবেশ) প্রকল্পের অধীনে আয়োজিত হয়।
সংলাপে বারসিকের উপজেলা সমন্বয়কারী মননজয় মন্ডলের সঞ্চালনায় প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য দেন পরিবেশ প্রকল্পের জেলা সমন্বয়কারী মো. মাসুম বিল্লাহ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল হুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী আরিফুল হক, সিনিয়র সাংবাদিক রনজিৎ বর্মন, সিডিও’র নির্বাহী পরিচালক গাজী আল ইমরান এবং স্থানীয় বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তারা।
সংলাপে স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধি ও প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। আলোচনায় জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি ব্যবহারের গুরুত্বের পাশাপাশি পরিবেশবান্ধব কৃষি পদ্ধতির ওপর আলোকপাত করা হয়।
বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রযুক্তি ও স্থানীয় জ্ঞানের সমন্বয়ে একটি কার্যকর পদ্ধতি তৈরি করার আহ্বান জানান। পাশাপাশি, কৃষকদের জন্য প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।