ইমন সাতক্ষীরা কালিগঞ্জ প্রতিনিধিঃ-
কালিগঞ্জের বিষ্ণুপুরে পূর্ণিমা তিথির প্রসাদ খেয়ে পেটের পিড়ায় ৩৬জন হসপিটালে ভর্তি ১জনের মৃত্যু,সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় অনুষ্ঠান পূর্ণিমা তিথির প্রসাদ খেয়ে পেটের পিড়া জনিত রোগে আক্রান্ত হয়ে ৩৬জন হাসপাতালে ভর্তি এবং একজন বাচ্চা মারা গেছে বলে জানা গেছে ,গত ২১-০৬-২৪ খ্রি: রাত আনুমানিক ২২:০০ ঘটিক কালিগঞ্জ থানাধীন বিষ্ণুপুর ইউনিয়নের চৌমাথা মন্দির এলাকায় ঘটনাটি ঘটেছে, গত ২১/০৬/২৪ খ্রিস্টাব্দ তারিখ রাতে কালিগঞ্জ থানাধীন বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর চৌমাথা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের পূর্ণিমা তিথি অনুষ্ঠানে প্রসাদ খাওয়ার পরে (ধারণা করা হচ্ছে) খাবারে পয়জন থাকার কারণে ৩৬/৩৭ জন লোকের পেটের পীড়া জনিত সমস্যা দেখা দিলে পরদিন কালিগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়। অন্যদিকে কাব্য দত্ত পিতা-উত্তম দত্ত মা-তিথি দত্ত গ্রাম -শৈলগেতে,থানা- ডুমুরিয়া, জেলা- খুলনা বাচ্চাটি তার মায়ের সাথে বিষ্ণুপুরে তার নানার বাড়ি বেড়াতে এসে উক্ত ধর্মীয় অনুষ্ঠানে থাকে ও প্রসাদ খায়েছিল, বাচ্চার অবস্থা আশংকাজনক হলে তাকে খুলনা নেওয়ার পথে রাত অনুমান ৩:০০ ঘটিকার সময় মারা যায়, বর্তমানে অন্যরা কালিগঞ্জ উপজেলা কমপ্লেক্সে ভর্তি আছে, সবাই ডায়রিয়া জনিত সমস্যায় ভূগতেছে বলে জানা যায়, প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে বর্তমানে ঘটনাটি নিয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে, কালিগঞ্জ থানা পুলিশ উক্ত বিষয়ে অবগত আছেন,আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছেন।