শ্যামনগর উপজেলা প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে ডাম্পার ট্রাকের ধাক্কায় পলাশ আউলিয়া (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (২৫ মে) সকাল ৯টর দিকে উপজেলার আটুলিয়া ইউনিয়নের নওয়াবেকী- আড়পাঙ্গাশিয়া সড়কের বড়কুপট এলাকার মেসার্স জামান ব্রিকসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত পলাশ উপজেলার নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র। তিনি উপজেলার মুন্সিগঞ্জের জেলেখালী গ্রামের ভোলানাথ আউলিয়ার ছেলে বলে জানা যায়। স্থানীয়রা ডাম্পার ট্রাকটি আটক করেছেন। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানিয়েছেন, দুই বন্ধু বাড়ি থেকে মোটরসাইকেলে কলেজে যাচ্ছিলেন। বড়কুপোট এলাকায় পৌঁছানোর পর একটি ডাম্পার ট্রাক দ্রুতগতিতে মূল সড়কে ওঠার চেষ্টা করে। এ সময় ট্রাকটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল সহ দুই বন্ধু রাস্তায় ছিটকে পড়ে। এ সময় ডাম্পার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কলেজ ছাত্র পলাশ ঘটনাস্থলে মারা যান। এর দু’দিন আগে উপজেলার হায়বাদপুরে ডাম্পার ট্রাকের ধাক্কায় আব্দুল করিম নামে এক ব্যক্তি নিহত হন। এই ঘটনায় উপজেলা জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।