মোঃ নুরউল্লাহ হোসেন উপকূল অঞ্চল শ্যামনগর সাতক্ষীরা:
উপকূল অঞ্চল সাতক্ষীরা কয়রার বিভিন্ন ইউনিয়ন পানিতে তলিয়ে আছে। বিগত ২০০৭সালের সিডর আইলা , মোহাসেন, রোয়ানু, মোড়া, ফনি। , আমফান ইয়াস, অশনি মোখা সহ , ২০২৪ সালে ঘুর্নিঝড় রেমাল বিগত কয়েকটি ঝড়কে পিছে ফেলে দীর্ঘ সময় ধরে ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৭ লাখ মানুষ; ৩৫ হাজার ঘর বাড়ি বিধ্বস্ত সহ ১৭ জনের মৃ-ত্যু উপকূল মানুষের বসতি ঘর খেত -খামার সবই পানির নিচে ডুবে আছে। আশ্রয় মিলেছে হয়তো কোন ভাঙ্গা আশ্রয় কেন্দ্রের অন্ধ ঘরের এক কোণে। খেয়ে না খেয়ে অপেক্ষা করছে ঝড়ো বন্যা থেমে যাওয়ার। অনেকের মৃত দেহগুলো বন্যার জলে ভেসে বেড়াচ্ছে কচুরিপানার মত।
ঝড়ের দুই দিন হয়ে গেল এখনো ঝড়ে উত্তাল সাতক্ষীরা খুলনা বাগেরহাট। সারা দেশে ৪৫ শতাংশ মোবাইল টাওয়ার বিচ্ছিন্ন উপকূল মানুষের দুর্বিষহ পার করতে হচ্ছে বিশেষ করে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় খোজ খবর নিতে না পেরে দুরচিন্তায় আছেন স্বজনেরা সব মিলিয়ে টেকশই ভেড়ি বাঁধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর হস্তক্ষেপ কামনা করছি