ভোরের সংবাদ ডেস্ক:
সাতক্ষীরা জেলার শ্যামনগরে তীব্র লোডশেডিংয়ের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। টানা কয়েক দিনের লোডশেডিংয়ে পুরো এলাকা বিপর্যস্ত। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বয়স্ক ও শিশুরা। বিদ্যুৎ না থাকায় সুপেয় পানি উৎপাদনেও ব্যাঘাত ঘটছে। বাড়ির ফ্রিজে রাখা খাদ্যসামগ্রীও নষ্ট হয়ে যাচ্ছে।
একজন বেসরকারি চাকরিজীবী জানান,একদিকে তীব্র গরম, অন্যদিকে বাসায় বিদ্যুৎ না থাকার কারণে জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ছোট বাচ্চাদেরও কষ্ট হচ্ছে।
এদিকে, টানা বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে এবং সরকারের বদনাম হচ্ছে। বিদ্যুৎ অফিসের শ্যামনগর ও পাটকেলঘাটার এজিএমকে বার বার মোবাইলে কল দিলেও রিসিভ করা হয়নি। কি কারণে এত ভয়াবহ লোডশেডিং হচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হয়নি। তবে সাধারণ মানুষের ধারণা, এখানের কর্মকর্তারা পুরস্কার নেওয়ার জন্যে বিদ্যুৎ লোডশেডিং দিচ্ছে।
যদিও এই রিপোর্ট লেখার সময় আজ বিকেলে ৫.৩০ মিনিটে বিদ্যুৎ আসে, তবে পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি।