ইমন কালিগঞ্জ,সাতক্ষীরা,প্রতিনিধিঃ-
সাতক্ষীরার কালিগঞ্জের পাউখালি অবস্থিত লাইফ কেয়ার ডিজিটাল এন্ড হসপিটালে মানসম্মত স্বাস্থ্যসেবা বাস্তবায়নে প্রচেষ্টার অষ্টম বছর পদার্পণ উপলক্ষ্যে বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার ইউনিট উদ্বোধন অনুষ্ঠান-২০২৪। কালিগঞ্জ পাউখালী অবস্থিত লাইফ কেয়ার ডিজিটাল ল্যাব এন্ড হসপিটালের পরিচালক শেখ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অত্র প্রতিষ্ঠানের কর্মরত মেহেদী হাসানের সার্বিক সঞ্চালনায় ৬ জুলাই (শনিবার) বেলা ১২ টায় অনুষ্ঠিত উদ্বোধনী ও সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এস,এম আতাউল হক দোলন এমপি।
এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন,অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ মোঃ শাহিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক নাজিমুল ইসলাম নাজমুল,ভাইস চেয়ারম্যান মহিলা ফারজানা শওকত আফি, শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল এ্যাসোসিয়েশন ও ডায়াগনস্টিক সেন্টার সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল,সহ সভাপতি আক্তারুজ্জামান মুকুল হোসেন।
অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ রোকেয়া মুনসুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও ইউপি চেয়ারম্যান জাফল আলম বাবু, প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন,সাংবাদিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন , দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকার কালিগঞ্জ ব্যুরো প্রধান সাংবাদিক হাফিজুর রহমান হাফিজ, বিশিষ্ট সমাজসেবক আজিজ আহমেদ পটু, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ নেতা বাবুলাল বিশ্বাস, নুরুজ্জামান টুটুল, সাংবাদিক মেহেদী হাসান মারুফ, কালিগঞ্জ থানার গোয়েন্দা সংস্থার সদস্য ডিএসবি রমজান আলী, কালিগঞ্জ প্রত্যায় গ্রুপের চেয়ারম্যান সিরাজুল ইসলাম,গ্রাম্য পল্লী চিকিৎসক, ডাঃ বিজয় কুমার ঘোষ, আব্দুল কাদের, কালিগঞ্জ সদর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আল আমীন, বাগ বসন্তপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার মন্ডল, যুবলীগ নেতা রেজাউল করিম রেজা, প্রমুখ সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে পল্লী চিকিৎসক, সুধীজন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন উক্ত প্রতিষ্ঠানের ল্যাব কর্মরত সাইফুল ইসলাম ও গীতা পাঠ করে সুশান্ত কুমার বিশ্বাস বাবুলাল।