শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধিঃ
শ্যামনগরে কৃষকলীগ নেতা আবুল কাশেমকে হত্যা মামলার প্রধান আসামী আবু মুছা ও তার দুই ভাইসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় বুধবার সকালে ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আবু মুছা, আব উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামের আফছার গাজীর ছেলে। গ্রেপ্তার হওয়া অপর আসামীরা হলো আবু মুছার দুই ভাই জামাল হোসেন ও আব্দুস সালাম, আব্দুর রহিমের দুই ছেলে জয়নাল ও এমান আলী এবং মিজানুরের বড় ভাই নজরুল।
পুলিশ সুত্রে জানা যায় গত ৪ জুন মধ্যরাতে চিংড়ি ঘেরের নৌকার মধ্যে ফেলে কুপিয়ে হত্যা করা হয় আবুল কাশেমকে।দুবৃর্ত্তরা সাথে থাকা স্ত্রী’কে বেঁধে রেখে আবুল কাশেমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।এঘটনায় নিহতের স্ত্রী ফিরোজা বেগম বাদি হয়ে আট জনের নাম উল্লেখসহ অজ্ঞাত সাত/আটজনকে আসামী করে শ্যামনগর থানায় মামলা করে। চিংড়ি ঘেরের জমি নিয়ে পুর্ব বিরোধের জেরে আবুল কাশেমকে প্রতিপক্ষের লোকজন হত্যা করে বলে দাবি নিহতের পরিবারের।
উক্ত চিংড়িঘের নিয়ে ইতিপুর্বে একাধিক হত্যাকান্ডের ঘটনা ঘটে গাবুরায়।নিহত আবুল কাশেমের বিরুদ্ধে এলাকার চিংড়িঘের নিয়ে বিরোধের জেরে চারটি হত্যা মামলা রয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ জানান এজাহার নামীয়সহ ছয়জনকে আবুল কাশেম হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকান্ডের উদ্দেশ্যসহ ঘটনার সাথে জড়িত অপরাপরদের নাম পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।