শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগর যুব অধিকার পরিষদের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জে ইউসিসিএ এর নির্বাচন সম্পন্নঃ শেখ লুৎফর রহমান সভাপতি নির্বাচিত। দেবহাটায় রস সংগ্রহে খেজুর গাছ প্রস্তুত করতে ব্যস্ত গাছিরা গাবুরায় বাল্যবিবাহ ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে পিতামাতাদের সাথে সংলাপ শ্যামনগরে গণমাধ্যম কর্মীদের সাথে নব যোগদানকৃত নিবার্হী অফিসার রনী খাতুনের মতবিনিময় শ্যামনগরে সরকারী সেবায় স্থানীয় জনগোষ্টীর প্রবেশাধিকারের লক্ষ্যে সংলাপ ও মতবিনিমময় বুড়িগোয়ালিনীতে পরিবেশবান্ধব ব্যবসা বিষয়ক পরামর্শ সভা দেবহাটায় সিভিএ ওয়ার্কিং গ্রুপের ইন্টারফেইস মিটিং সাতক্ষীরা টু কালিগঞ্জ মহাসড়ক সংস্কারের দাবিতে দেবহাটায় জামাতের মানববন্ধন অনুষ্ঠিত কোডেকের পরিবেশবান্ধব ব্যবসা বিষয়ক পরামর্শ সভা
নোটিশ :
Wellcome to our website...

কৈখালী আরবিজিবির কোম্পানি কমান্ডার লিয়াকতের বিরুদ্ধে পাবলিকের জমি দখলের অভিযোগ 

সংবাদদাতার নাম : ১০০ Time View
Update : বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ২:৩৯ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি :

 

কৈখালী আরবিজিবির কোম্পানি কমান্ডার লিয়াকতের বিরুদ্ধে পাবলিকের জমি দখলের অভিযোগ উঠেছে ৷  বিষয়টি নিয়ে মাননীয় জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবার৷

জানা যায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের শেখ সাত্তার আলীর ছেলে শেখ মমিন আলীর কৈখালী মৌজার এস এ ১/১০৪৬ খতিয়ানের রেকডীয় মালিকের নিকট থেকে গত  ৩০ জুন ২০০৫ তারিখের ৪৫১৯ নং দলিলে এস এ ১২৭০ ও ১১৯৩ দাগে ১.০৮ একর ও পিতার ২২৪৭/৮৮-৮৯ নং বন্দোবন্ত মূলে ৩০ জুন ১৯৯০ তারিখের ৬৮৮৩ নং রেজিঃ কবুলিয়াত মূলে এস এ ১২৭০ ও ১১৯৩ দাগে ১.৪২ একর মোট ২.৫০ একর জমির মালিকানা প্রাপ্ত হয়ে প্রায়  ৫০/৬০ বছর যাবত শান্তিপূর্ন ভাবে ভোগ দখল করে আসছেন । এই জমির মধ্য থেকে বতর্মান জরিপে ডিপি ১১৯৯ নং খতিয়ানে তার নামে ২০ শতক এবং ডিপি ১০৫৩ নং খতিয়ানে তার পিতার নামে ১.০০ একর রেকর্ড হয়েছে। বক্রি ০.৮৮ একর জমি ভ্রমাত্মক ভাবে বাংলাদেশ সরকারের নামে রেকড হয়েছে। সে কারনে ভুক্তভোগী মমিন রেকর্ড সংশোধনের জন্য বিজ্ঞ দেওয়ানী আদালতে মামলা দায়ের করেছে যা চলমান । মমিন এই জমি কৈখালী আরবিজিবি ক্যাম্পের পাশে হওয়ায় আরবিজিবি কমান্ডার লিয়াকত আলী সম্পূর্ন গায়ের জোরে জমিতে ফিতা টানা করেন এবং মাননীয় জেলা প্রশাসক  দপ্তরে ভুল তথ্য দিয়ে দখলে থাকা জমি খাস জমি দাবী করে লিজ /বন্দোবস্ত নেওয়ার চেষ্টা করেন ৷

ভুক্তভোগী মমিন বলেন, আরবিজিবির অফিসার বলে এভাবে জোরপূর্বক  জমি দখল করার চেষ্টা করবে এটা আমরা কখনও ভাবিনি ৷ এলাকায় চাকরি করে তিনি যা ইচ্ছে তাই করে যাবেন আর আমরা কিছুই করতে পারবো না  এই কথা বলে ভুক্তভোগী  মমিন কান্নায় ভেঙে পড়েন ৷ এ ঘটনায় এলাকাবাসিদের পক্ষ থেকে এই আরবিজিবির কোম্পানি কমান্ডার লিয়াকত এর বিরুদ্ধে অন্যের রেকর্ডীয় সম্পত্তি গায়ের জোরে জমি  দখলের চেষ্টা করা এবং এলাকায় বহু অপকর্ম করায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের জোর দাবী জানিয়েছেন এলাকার সাধারণ জনগন ও সুশীল সমাজের মানুষেরা।


More News Of This Category