সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার সাতটি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ।
গতকাল রবিবার (১৮ আগস্ট) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ১১ প্রয়োগ করে তাদের স্ব স্ব পদ থেকে অপসারণ করা হয়।
অপসারণের পর, পৃথক আরেকটি প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সেই উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে সাতক্ষীরার সকল উপজেলা পরিষদ প্রশাসনের নিয়ন্ত্রণে চলে এসেছে।
স্থানীয় সরকার বিভাগের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অপসারণকৃত চেয়ারম্যানদের অনেকেই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।
এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশাসক পদে নিয়োগের ফলে স্থানীয় সরকারের প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।