মৌলভীবাজার জেলার সদর উপজেলার আখাইলকুরা ইউনিয়নের মীরপুর গ্রামে গত ১৬ আগষ্ট ২০২৪ইং শুক্রবার তারিখে হোসাইনিয়া আরাবিয়া মাদ্রাসা সংলগ্ন মসজিদে ইমাম সাহেবের ধর্মীয় বক্তব্য প্রদানকালে আসাদ আল হোসাইন জোরপূর্বক বক্তব্য দেয়াকে কেন্দ্র করে মীরপুর হোসাইনিয়া আরাবিয়া মাদ্রাসার সহ সভাপতি ও ভূমিদাতার ছেলে জুবায়ের আহমদ এবং অন্যান্য মুসল্লীরা বাঁধা প্রদান করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।
পরবর্তীতে এই ঘটনায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১০/১২জন আহত হন। উক্ত বিষয়ে গুরুতর জুবায়ের আহমদ বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় আসাদ আল হোসাইনসহ ১৩জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৭/৮ জনের বিরুদ্ধে ১৭/০৮/২৪ইং তারিখে মামলা দায়ের মামলা নং ৫/২২০।
একই দিন আজমাল মিয়া (৫২) বাদী হয়ে জুবায়ের আহমদ (৫০)সহ ১২ জনের নাম উল্লেখ করে মডেল থানায় ১৭/৮/২৪ইং তারিখে একটি অভিযোগ দায়ের করেন মামলা নং ৪/২১৯।
উভয় মামলার তারিখ ঘটনাস্থল ১৬/০৮/২৪ইং তারিখ দুপুর অনুমান ১ ঘটিকা।
বিভিন্ন সূত্র হতে জানা যায়, তাদের উভয় পক্ষের মধ্যে ভূমিদাতা ভাষা সৈনিক বদরুজ্জামানের ছেলে জুবায়ের আহমদ ও অন্যান্যদের সাথে মাদ্রাসার (বিভিন্ন ব্যক্তির অনুদান) ১৫ লক্ষের অধিক টাকা আত্মসাৎ সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।
এ নিয়ে বেশ কয়েকবার বিচার শালিস হলেও তা সমাধান না হওয়ায় জুবায়ের আহমদের ভাই (মাদ্রাসার কমিটির সুরা সদস্য) খিজির মোঃ জুলফিকার বাদী হিসাব ও অর্থ আত্মসাৎ এর জন্য মৃত আব্দুস সালামের ছেলে আসাদ আল হোসাইনের বিরুদ্ধে ০৭/০৩/২৪ইং তারিখে সি আর ১৬৭/২৪ মামলা দায়ের করেন। মামলাটি বিচারাধীন রয়েছে আদালতে।
অনুসন্ধানে আরো জানা যায় উক্ত মামলা দায়ের করার কারনে মামলার আসামী ও তার চাচা মুজিবুর রহমান মুঠোফোনে হত্যা ও গুম করার হুমকি দিলে তাদের বিরুদ্ধে জুবায়ের আহমদ গত ২৪/০৩/২৪ইং তারিখে একটি সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরি নং ১৪৩৯।
সাধারণ ডায়েরি তদন্ত ক্রমে নন জিআর ২৩/২০২৪ ইং মূলে আদালতে মামলা চলমান অবস্থায় আসাদ আল হোসাইন আদালত হতে জামিন নিয়ে আক্রোশপ্রসূত মনোভাব গড়ে তুলেন।
উক্ত অবস্থায় ১৬ আগষ্ট ২০২৪ইং শুক্রবার তারিখে দুপুর ১ ঘটিকায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে উভয় পক্ষের ১০/১২ জন আহন হন।
১৭/০৮/২৪ইং তারিখে আজমাল মিয়া মামলা নং ৪/২১৯ দায়ের করেছিলেন জুবায়ের আহমদসহ যে ১২ জনের বিরুদ্ধে যে মামলা করেছিলেন।
সেই ঘটনাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পায়তায় মীরপুর এলাকার মৃত জাহিদ মিয়ার ছেলে লিয়াকত মিয়া (৪৫) বাদী হয়ে জুবায়ের আহমদ সহ ঐ ১২ জনের বিরুদ্ধে একই তারিখে শুধু সময় ও স্থানের পরিবর্তীতে পাশাপাশি আজিজুর রহমান বাড়ির সামনে স্থান ও সময় ১ঘটিকার পরিবর্তে দুপুর ১২:৫০ মিনিট উল্লেখ করে মডেল থানায় ২৪/০৮/২৪ইং তারিখে একটি অভিযোগ দায়ের করেন মামলা নং ১৩/২২৮।
এব্যাপারে লিয়াকত মিয়ার’র বক্তব্য নেয়ার জন্য মুঠোফোন ০১৭১০-৩৮৩৭১০ নাম্বারে কল দিলে বন্ধ পাওয়া উনার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এবিষয়ে মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত হুমায়ুন কবীরের সাথে কথা বললে তিনি বলেন উক্ত ঘটনাকে কেন্দ্র করে থানায় পৃথক তিনটি অভিযোগ দাখিল করলে আমরা মামলা গ্রহণ করে, বিজ্ঞ আদালতে এফআইআরের কপি প্রেরণ করি। মামলা গুলো তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।