সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে রপ্তানিকৃত মালামাল ভারতে রেখে ফেরার পথে ১৯ বোতল ভারতীয় মদসহ দুই চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বিজিবির ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা স্থল বন্দরের চেকপোস্টে অভিযান চালানো হয়। ভোমরা বিওপির নায়েক সুবেদার মো. জহিরুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করেন। এসময় রপ্তানিকৃত মালামাল ভারতের ঘোজাডাঙ্গা বন্দরে রেখে ফিরে আসা বৈশাখী ট্রেডার্সের একটি খালি ট্রাকে তল্লাশি চালিয়ে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। ট্রাকের দুই চালককে ঘটনাস্থলেই আটক করা হয়।
আটককৃতদের পরিচয় জানা গেছে, তারা হলেন মাদারীপুর জেলার ডাসার থানার পূর্ব মাইজপাড়া গ্রামের শ্রী গৌতম দে এবং মাদারীপুরের পূর্ব চিরাইপাড়া গ্রামের মোহাম্মদ আল-আমিন। তাদেরকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, মাদক পাচারের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।