শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে আটুলিয়া ইউনিয়ন বিএনপি’র মিলন মেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর যুব অধিকার পরিষদের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জে ইউসিসিএ এর নির্বাচন সম্পন্নঃ শেখ লুৎফর রহমান সভাপতি নির্বাচিত। দেবহাটায় রস সংগ্রহে খেজুর গাছ প্রস্তুত করতে ব্যস্ত গাছিরা গাবুরায় বাল্যবিবাহ ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে পিতামাতাদের সাথে সংলাপ শ্যামনগরে গণমাধ্যম কর্মীদের সাথে নব যোগদানকৃত নিবার্হী অফিসার রনী খাতুনের মতবিনিময় শ্যামনগরে সরকারী সেবায় স্থানীয় জনগোষ্টীর প্রবেশাধিকারের লক্ষ্যে সংলাপ ও মতবিনিমময় বুড়িগোয়ালিনীতে পরিবেশবান্ধব ব্যবসা বিষয়ক পরামর্শ সভা দেবহাটায় সিভিএ ওয়ার্কিং গ্রুপের ইন্টারফেইস মিটিং সাতক্ষীরা টু কালিগঞ্জ মহাসড়ক সংস্কারের দাবিতে দেবহাটায় জামাতের মানববন্ধন অনুষ্ঠিত
নোটিশ :
Wellcome to our website...

গোপালগঞ্জে ‘আওয়ামী লীগের’ হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহত

ভোরের সংবাদ ডেস্ক: ৩৭ Time View
Update : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ১১:২৫ অপরাহ্ন

গোপালগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে ‘আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের’ হামলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৩৫ জন। ভাঙচুর করা হয়েছে অন্তত ১০টি গাড়ি।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতীর একটি সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিক উজ্জামান জানান, ঢাকা থেকে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের গাড়িবহর নিয়ে টুঙ্গিপাড়ার জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী। গাড়িবহরটি ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের একদল সশস্ত্র লোক গাড়ির গতিরোধ করে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় এসএম জিলানীর গাড়িসহ অন্তত ৮ থেকে ১০টি গাড়িতে ভাঙচুর চালায় হামলাকারীরা।

এ সময় বিএনপি নেতাকর্মীরা সড়কের পাশে থাকা গাছের ডাল ভেঙে নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া দিলে পিছু হটে যায় তারা। কিছুক্ষণ পর আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা মাইকিং করে সংগঠিত হয়ে আবারও হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে এসএম জিলানীসহ অন্তত ৩৫ জনকে রক্তাক্ত জখম করে। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় এসএম জিলানীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। চরম ভোগান্তিতে পড়ে ওই সড়কে চলাচলকারীরা।

ওই সময় যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে সন্ধ্যার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। এলাকা এখন শান্ত রয়েছে।

এ বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে কারও বক্তব্য পাওয়া যায়নি।


More News Of This Category