সাতক্ষীরার শ্যামনগর কেন্দ্রীয় ঈদগা মাঠে শনিবার, ১৪ সেপ্টেম্বর সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের আয়োজনে এক বিশাল যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশের সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সুযোগ্য পুত্র আলহাজ্ব শামীম সাঈদী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি সাঈদ হাসান বুলবুল ও মহসিন আলম। এছাড়াও বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতের জেলা শূরা সদস্য গাজী নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক এবং ছাত্র শিবিরের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি আলহাজ্ব শামীম সাঈদী তার বক্তব্যে বলেন, গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছে। এই স্বাধীনতাকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।
তিনি আরো বলেন, এদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই আমরা বাংলাদেশী। ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি দাঙ্গা ও সংঘাত থেকে বিরত থাকার আহ্বান জানান এবং আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করেন।
এ সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা জামায়াতে ইসলামী ও যুব বিভাগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।