সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ধানখালী গ্রামে বৃষ্টির সময় ঘরের চালে উঠতে গিয়ে মই থেকে পড়ে তেজেন্দ্রনাথ মন্ডল (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত তেজেন্দ্রনাথ মন্ডল ওই গ্রামের মৃত বিষ্ণুপদ মন্ডলের ছেলে। তার ছেলে দেবরঞ্জন মন্ডল জানান, ঘরের মধ্যে বৃষ্টির পানি প্রবেশ করায় তার পিতা মই দিয়ে ঘরের চালে উঠছিলেন। এ সময় পাশে কেউ না থাকার সুযোগে তিনি মইসহ পাশের পাঁচিলের ওপর পড়ে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে রাত ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুল আজিজ জানান, মাথা ও বুকে গুরুতর আঘাত পাওয়ার কারণে তেজেন্দ্রনাথের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা রাতেই তার মরদেহ বাড়িতে নিয়ে যান।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে, এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।