সাতক্ষীরার কালিগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করা হয়েছে। আজ ১৬ই সেপ্টেম্বর ২০২৪ রোজ সোমবার সকাল ১০টায় ঈদে মিলাদুন্নবীর ব্যানারে একটি রেলি হাজারো ধর্মপ্রাণ মুসলমানদের সাথে নিয়ে কালীগঞ্জের নাজিমগঞ্জ বাজার থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। রেলিটি উপজেলার অডিটরিয়াম প্রাঙ্গণ এসে শেষ হয়ে অডিটরিয়ামে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ধর্মীয় আলোচনা শুরু হয়। এ সময় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার আলহাজ্ব মোঃ হাবিবুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আকরাম হোসাইন(কোট মসজিদ), বিশেষ অতিথি মাওলানা রমিজ উদ্দিন অধ্যক্ষ নলতা কলেজ, আরো উপস্থিত ছিলেন মাওলানা কামরুল ইসলাম খতিব সাব রেজিস্ট্রি অফিস কালিগঞ্জ, এছাড়া উপস্থিত ছিলেন মাওলানা জয়নাল আবেদিন সহ প্রমূখ। ঈদে মিলাদুন্নবীর পবিত্র এ অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফিরোজ কবির কাজল, মাহাবুবুর রহমান, হাবিবুল্লাহ, মনিরুল ইসলাম। উপস্থাপনায় ছিলেন প্রফেসর কাইয়ুম আলী। উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা আব্দুস সাত্তার পানিয়া জামে মসজিদ। অনুষ্ঠানটির সার্বিক আয়োজনের দায়িত্বে ছিলেন আহলে সুন্নত ওয়াল জামাত, কালীগঞ্জ। এরকম বৈরী বৃষ্টি পূর্ণ আবহাওয়া সত্ত্বেও গুরুত্বপূর্ণ ধর্মীয় এ অনুষ্ঠানটি করতে পেরে আয়োজক কমিটি ও অংশগ্রহণকারীরা সকলেই আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছেন।