কুমিল্লা হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়নের ভিটি কালমিনা গ্রামে শিয়ালের কামড়ে ২১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কয়েকটি শিয়াল বসত বাড়িতে ডুকে নারী,পুরুষ, ২জন শিশু ও একজন ৮৫ বছরের বৃদ্ধাসহ মোট ২১ জনকে কামড়িয়ে আহত করে।
জানা গেছে, সকাল থেকেই হঠাৎ করেই শিয়ালগুলো যাকেই সামনে পাচ্ছে তাকেই কামড়িয়ে আহত করেছে। আহতদের মধ্যে একজন ৬ মাসের গর্ভবতী আছেন। আহতদের তাৎক্ষণিক হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তাদের সবাইকে এন্টি ভ্যাকসিন প্রদান করেন।
এদিকে শিয়ালের আক্রমণে গ্রামের মানুষদের মনে আতংক ছড়িয়ে পড়লে স্থানীয়রা একটি শিয়ালকে ধরে পিটিয়ে হ’ত্যা করেন।
শিয়ালের উপদ্রব বেড়ে যাওয়াযর কারণ বর্ষার পানি চারদিকে বেড়ে যাওয়াতে শিয়ালগুলো খাদ্য ও আবাসস্থলের সংকটের কারনেই লোকালয়ে চলে আসছে। আর যাকেই পাচ্ছে তাকেই কামড়াচ্ছে বলে জানা যায়।