সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের খাগড়াঘাট এলাকায় একটি বসতবাড়ি থেকে ৪৫টি বিষাক্ত সাপ উদ্ধার করা হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মহিউদ্দীন সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
বাড়ির মালিক মহিউদ্দীনের পরিবারের সদস্য জান্নাতুল নাঈম জানান, পুরাতন প্রাচীর ভেঙে নতুন করার সময় শ্রমিকরা প্রথমে একটি সাপের বাচ্চা দেখতে পান। এরপর সেখানে সাপের অনেকগুলো ডিম পাওয়া যায়। পরিস্থিতি বুঝে স্থানীয় সাপুড়েকে ডেকে আনা হয়। সাপুড়ে এসে দুটি বড় সাপ সহ মোট ৪৫টি কালকেউটে ও পদ্মা গোখরো সাপ উদ্ধার করেন।
এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম শোকর আলী জানান, সাপের খবর পেয়ে আশেপাশের এলাকার শত শত মানুষ সেখানে ভিড় করেন। উদ্ধারকৃত সাপগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় আগে কখনো এত বিপুল সংখ্যক সাপ দেখা যায়নি, যা নিয়ে তারা বেশ উদ্বিগ্ন।