জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ প্রদান উপলক্ষে অনুষ্ঠিত জেলা পর্যায়ের বাছাই প্রতিযোগিতায় শ্যামনগর উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ খায়রুল আলম শ্রেষ্ঠ কর্মচারী হিসেবে প্রথম স্থান অর্জন করেছেন। তার এ স্বীকৃতি প্রাথমিক শিক্ষা প্রশাসনে তার নিরলস পরিশ্রম ও দক্ষতার প্রতিফলন।
মোঃ খায়রুল আলম তার দায়িত্ব পালনকালে অত্যন্ত সজাগ, দায়িত্বশীল ও নিষ্ঠাবান হিসেবে পরিচিত। তিনি শ্যামনগর উপজেলা শিক্ষা অফিসে একাধিক দায়িত্ব পালন করে আসছেন এবং প্রতিনিয়ত তার কাজের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের সেবার মান বৃদ্ধিতে অবদান রেখে চলেছেন।
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হওয়ায় তিনি প্রাথমিক শিক্ষার উন্নয়নে আরও নিবেদিতপ্রাণ হয়ে কাজ করবেন বলে আশা প্রকাশ করেছেন। জাতীয় পর্যায়েও তার এই অর্জন তাকে সামনে এগিয়ে নিয়ে যাবে বলে মনে করেন সহকর্মী ও কর্মকর্তারা।
উল্লেখ্য, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করে, এবং এ ধরনের উদ্যোগ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলে।