দুদিনের টানা খোঁজাখুঁজির পর অবশেষে নিখোঁজ ডুবুরি মিজান সরদারের (২২) লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৫শে সেপ্টেম্বর) ভোরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরার গাগড়ামারির নদীর চরে স্থানীয়রা তার লাশ দেখতে পান। পরে তারা বিষয়টি ঠিকাদার কর্তৃপক্ষকে অবহিত করেন।
নিহত মিজান খুলনার ৫নং এলাকার দুলাল সরদারের ছেলে। মিজান পানি উন্নয়ন বোর্ডের মেগা প্রকল্পের কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের ডুবুরি হিসেবে কাজ করছিলেন। গত সোমবার (২৩শে সেপ্টেম্বর) দুপুরে গাবুরায় ৮নং প্যাকেজের ডাম্পিং কাজে ব্যবহৃত ১৫০০ কেজি ওজনের নোঙ্গরটি ছিঁড়ে যাওয়ার পর তা খুঁজে বের করার জন্য ডুবুরিদের আনা হয়। নোঙ্গর উদ্ধারের চেষ্টাকালে মিজান নিখোঁজ হন।
পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোঃ ইমরান সরদার বলেন, মিজান ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে কাজ করছিলেন, তাই বোর্ড সরাসরি দায়ী নয়। তবে নিখোঁজ হওয়ার পর থেকে উদ্ধার কার্যক্রমে আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানকে সহযোগিতা করেছি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ সাইফুজ্জামান জানান, নিখোঁজ মিজানের লাশ ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে নদীর চর থেকে উদ্ধার করা হয় এবং তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শ্যামনগর থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ হাবিবুর রহমান বলেন, ডুবুরি নিখোঁজ ও লাশ উদ্ধারের খবর আমরা শুনেছি, তবে এ বিষয়ে আমাদের কাছে কোন আনুষ্ঠানিক তথ্য আসেনি।
এ ঘটনায় শ্যামনগর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।