কালিগঞ্জে তরুণ নেতৃত্বের বিকাশ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হলো আজ,সংঘাত নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই এই শ্লোগানকে সামনে রেখে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজন তিনদিন ব্যাপী তরুণ নেতৃত্বে বিকাশ বিষয়ক প্রশিক্ষণ সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯ টায় বে সরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের আঞ্চলিক কার্যালয়ের কনফারেন্স রুমে উদ্বোধন করেন কালিগঞ্জ পিএফজির কালিগঞ্জ উপজেলার সমন্বয়ক সুকুমার দাশ বাচ্চু।
প্রশিক্ষণে ফ্যাসিলিটেটর হিসাবে ছিলেন দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের প্রশিক্ষণ বিভাগে্র ট্রেনিং এন্ড ক্যাপাসিটি বিল্ডিং একসপার্ট উত্তম কুমার সরকার ও ট্রেনিং অফিসার তনুজা কামাল। যুব সম্প্রদায়কে সম্পৃক্ত করে একটি উদার, অসস্প্রদায়িক, বহুত্ববাদী সহনশীল, মুক্ত মানবিক সমাজ ও রাষ্ট্র বিনির্মানের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা প্রতিরোধ, শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি নির্মাণ এবং সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসনের প্রচেষ্টাকে উৎসাহিত করার প্রক্রিয়ায় কালিগঞ্জ ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজ)’র সক্ষমতা বৃদ্ধির লক্ষে ৩ দিনের এই প্রশিক্ষণের শেষ হয়েছে। প্রশিক্ষণে যে সকল বিষয়সমূহ আলোচনা করা হয় তার মধ্যে পরিচয়, সংস্কৃতি, অনুমানের ক্ষমতা, নাগরিকত্ব, কমিনিটি ও কাঠামো ব্যবস্থা গণতন্ত্র,দ্বন্ধ, সহিংসতা ও শান্তি, নেতৃত্ব, সংলাপ, যোগাযোগ ও শ্রবণ, সমেবত প্রত্যাশা-কেমন বাংলাদেশ চাই, কমিনিটর সম্পৃক্ততা, সামাজিক উদ্যোগ পরিকল্পনা ও সেফ গার্ডিনিং বিষয়ে আলোচনা করা হয়।
সোমবার (২৫ সেপ্টেম্বর-২৫) বিকাল ৩ টায় প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলার সুজন সভাপতি ও পিএফ জির সদস্য শেখ সাইফুল বারী সফু, সুশীলনের পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, পিএফ জির কো- অরডিনেটর সুকুমার দাশ বাচ্চু, পিএফ জির সদস্য এম হাফিজুর রহমান শিমুল, নয়ন কুমার দাস প্রশিক্ষক উত্তম কুমার সরকার ও প্রশিক্ষক অনুজা কামাল প্রশিক্ষার্থী পারভেজ হোসেন আকাশ দাস আখি ও নিশিতা। প্রশিক্ষণ শেষে তারা সহিংসতা পরিহার ও শান্তি- সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষে বিভিন্ন উদ্যোগের পরিকল্পনা গ্রহণ করেন।
প্রশিক্ষণে অংগ্রণকারী ২০ জন ইয়ুথ এর মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়। প্রশিক্ষণের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআই পিএস প্রকল্পের ফিল্ড কো- অর্ডিনেটর মোঃ আবু তাহের।