বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটায় রস সংগ্রহে খেজুর গাছ প্রস্তুত করতে ব্যস্ত গাছিরা গাবুরায় বাল্যবিবাহ ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে পিতামাতাদের সাথে সংলাপ শ্যামনগরে গণমাধ্যম কর্মীদের সাথে নব যোগদানকৃত নিবার্হী অফিসার রনী খাতুনের মতবিনিময় শ্যামনগরে সরকারী সেবায় স্থানীয় জনগোষ্টীর প্রবেশাধিকারের লক্ষ্যে সংলাপ ও মতবিনিমময় বুড়িগোয়ালিনীতে পরিবেশবান্ধব ব্যবসা বিষয়ক পরামর্শ সভা দেবহাটায় সিভিএ ওয়ার্কিং গ্রুপের ইন্টারফেইস মিটিং সাতক্ষীরা টু কালিগঞ্জ মহাসড়ক সংস্কারের দাবিতে দেবহাটায় জামাতের মানববন্ধন অনুষ্ঠিত কোডেকের পরিবেশবান্ধব ব্যবসা বিষয়ক পরামর্শ সভা কালিগঞ্জ বিএনপির আয়োজনে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হয়েছে দেবহাটার সখিপুরে আবাসিক এলাকায় কারখানা, মানছে না কোন বাঁধা!
নোটিশ :
Wellcome to our website...

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্লিন ইমেজের ভিসি চায় শিক্ষার্থীরা

ভোরের সংবাদ ডেস্ক: ৩৫ Time View
Update : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ৭:২৬ অপরাহ্ন

গত ৮ আগস্ট ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. আবদুস সালামের পদত্যাগের পর থেকে ভিসি হওয়া নিয়ে জোর তদবিরে নেমেছেন বিএনপি-জামাতপন্থী শিক্ষকরা। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের সাতজন শিক্ষক আলোচনায় রয়েছেন বলে জানা গেছে। এসব প্রার্থীদের মধ্যে একাধিক শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ ছড়িয়ে পড়েছে। নারী কেলেঙ্কারি থেকে নিয়োগ বাণিজ্যের মতো গুরুতর অভিযোগও রয়েছে ।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের প্রফেসর ড. মিজানূর রহমান, ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মো. আলীনূর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. এমতাজ হোসেন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. নজিবুল হক, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. তোজাম্মেল হোসেন, লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান এবং আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. এম এয়াকুব আলী ভিসি হওয়া নিয়ে জোর তদবির চালাচ্ছেন।

তথ্য সূত্রে, ভিসি প্রার্থীদের মধ্যে একাধিকের বিরুদ্ধে রয়েছে গুরুত্বর অভিযোগ। সেগুলো হলো- ছাত্রী হলের সামনে প্রায় বিবস্ত্র অবস্থায় মাতলামি, মাতাল অবস্থায় হলে ঢোকার চেষ্টা, মদের বোতল দিয়ে পুলিশ পিটানো ও পুলিশের গাড়ি ভাঙচুর, ভালো ফলাফলের বিনিময়ে ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, ভুয়া সার্টিফিকেট নিয়ে এম ফিল গবেষকে ভর্তি, অর্থ আত্মসাত, ডায়েরী (শিক্ষক ইনডেক্স) থেকে জিয়াউর রহমানের নাম বাদ, আওয়ামী লীগের কর্মসূচিতে অংশগ্রহণ, দলের দুঃসময়ে জিয়া পরিষদ ভেঙে সাদা দল গঠন ও ভাঙন সৃষ্টিতে ইন্ধন, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগানটি যুক্তকরন, নিয়োগ বাণিজ্য, মাদ্রাসা অধিভুক্তি ও নবায়নে অর্থ গ্রহণ, নিয়মের বাইরে নতুন পরীক্ষা কেন্দ্র প্রদান, মাদ্রাসা পরিচালনা কমিটি অনুমোদনে ঘুষ গ্রহণ, কপি-পেস্ট করে বই ছাপানো, নিজের লেখা বই মাদ্রাসাগুলোকে কিনতে বাধ্য করা ইত্যাদি।

এদিকে শিক্ষার্থীদের দাবি ইবিতে এমন ভিসি আসুক যিনি এসব অভিযোগের বাহিরে রয়েছেন। তারা একজন ক্লিন ইমেজ, ছাত্রবান্ধব, যোগ্য ও সৎ ব্যক্তিকে ভিসি হিসেবে দেখতে চান। যিনি শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবেন। শিক্ষার্থীরা ভিসি নিয়োগের ক্ষেত্রে অতীত দুর্নীতির রেকর্ড ও একাডেমিক সততা ও দক্ষতাকে বিশ্লেষণ করার দাবি জানান।

ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী রিফাহ তাসনিয়া সিলভী বলেন, আমরা এমন একজন ভিসি চাই যে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলবে। নারী শিক্ষার্থীরা যেন কোন ধরনের হয়রানির শিকার না হয় এমন ব্যক্তিকেই ভিসি হিসেবে চাই। এছাড়াও যারা সৎ, দক্ষ ও যোগ্য ব্যক্তি তারাই যেন আমাদের অভিভাবক হিসেবে আসে।

আরেক শিক্ষার্থী রায়হান বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আমরা সৎ, ‘যোগ্য, দক্ষ, শিক্ষার্থীবান্ধব উপাচার্য দেখতে চাই। যিনি শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবেন। সর্বপরি ক্লিন ইমেজ, সত্য, সুন্দর ও ন্যায়ের পথে আপোষহীন, দুর্নীতিমুক্ত, ব্যক্তিকেই আমরা চাই।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সহ-সমন্বয়ক সাদিয়া মাহমুদ মিম বলেন, দলীয় লেজুড়বৃত্তিক স্বভাব কুক্ষিগত করে প্রসাশন চালাবে এমন কাউকে চাই না। বরং নিজের প্রসাশনিক পদাবলিতে সিদ্ধহস্ত, সৎ এবং কর্মঠ ব্যক্তিকেই চাই আমরা ভিসি হিসেবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, আগে যেমন দলীয় বিবেচনায় লবিংয়ের মাধ্যমে ভিসি নিয়োগ দেওয়া হতো, আমাদের চাওয়া এখন যেন সেভাবে নিয়োগ দেওয়া না হয়। ভিসি হোক শিক্ষার্থীদের জন্য, যেন কোনো দলের এজেন্ডা বাস্তবায়নকারী না হয়।’


More News Of This Category