সাতক্ষীরার শ্যামনগরে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত ভ্যান চালক আরাফাত ইসলামের (১৬) মৃত্যু হয়েছে। সে বিকে মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।
রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা সাইক্লোন শেল্টার সংলগ্ন ( চেয়ারম্যান মোড়) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত আরাফাত পাখিমারা গ্রামের হাফিজুর গাজীর ছেলে।
ওই এলাকার ইউপি সদস্য তপন কুমার মন্ডল জানান, আরাফাতের পিতা হাফিজুর রহমান, কয়েকদিন আগে ধান কাটতে বাইরে যাওয়ার পর থেকে আরাফাত পিতার ভ্যানটি চালিয়ে সংসার চালায়। প্রতিদিনের ন্যায় বিকালে সে (আরাফাত) ভ্যান চালাতে গিয়ে পাখিমারা সাইক্লোন শেল্টার সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। পরে তাকে গ্রামবাসীরা উদ্ধার করে উপজেলার নওয়াবেঁকি শামীমা ক্লিনিকে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শাকির হোসেন তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে ওই এলাকার পদ্মপুকুর ইউনিয়ন চেয়ারম্যান আমজাদুল ইসলাম বলেন, আরাফাত আমার ইউনিয়নের বিকে মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। তিনি শোকাহত পরিবারের জন্য ও আরাফাতের জন্য দোয়া কামনা করেছেন। এদিকে এ বিষয় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির এর সাথে কথা বলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।