বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে চা বাগানে অন্তঃসত্বা নারী শ্রমিক হত্যার রহস্য উদঘাটন- আসামী গ্রেফতার শ্যামনগরে ইউএনওর সঙ্গে মতবিনিময় করলেন উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ শ্যামনগরে কৃষক নেতৃত্বে ধানজাত গবেষণার মাঠ দিবস অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে সাম্প্রদায়িক সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে সীমান্তে ভারতীয় চোরাই কম্বলসহ আটক ২ জলবায়ু সহনশীল কমিউনিটি গঠনের লক্ষ্যে সিসিআরসি’র সাংগঠনিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ নারী -কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি শ্যামনগরে মোটরভ্যান খাদে পড়ে চালক আরাফাতের মৃত্যু শ্যামনগর উপজেলায় বাংলাদেশ রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন, সভাপতি এস কে সিরাজ, সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত নির্বাচিত
নোটিশ :
Wellcome to our website...

শ্যামনগরে কৃষক নেতৃত্বে ধানজাত গবেষণার মাঠ দিবস অনুষ্ঠিত

শ্যামনগর (সাতাক্ষীরা) প্রতিনিধিঃ ২০ Time View
Update : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৫:০৯ অপরাহ্ন

আজ ১০ ডিসেম্বর (মঙ্গলবার)বেসরকারী গবেষণা প্রতিষ্টান বারসিক ও ধুমঘাট শাপলা নারী উন্নয়ন সংগঠনের যৌথ উদ্যোগে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামে কৃষক নেতৃত্বে ধানজাত গবেষণা প্লটের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে ।

ধুমঘাট শাপলা কৃষি নারী সংগঠনের সভানেত্রী জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষানী অল্পনা রানী মিস্ত্রীর সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, বিশেষ অতিথি হিসেবে সিডিও নির্বাহী পরিচালক গাজী আল ইমরান ও বারসিক ব্যবস্থাপনা কমিটির সদস্য শিক্ষক সাংবাদিক রনজিৎ বর্মন ।

এসময় মাঠ দিবসের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে ধারনা প্রদান করেন বারসিক কৃষিবীদ আবুল কালাম আজাদ।

মাঠ দিবসে বক্তব্য দেন, কৃষক নেতা হাবিবুর , বারসিকের ভারপ্রাপ্ত আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, কৃষক ভুধর চন্দ্র মন্ডল, কৃষাণী মিতা রানী, কৃষক রফিকুল ইসলাম, কৃষক দেবীরঞ্জন মন্ডল, বনজীবী নারী শেফালী বিবি প্রমুখ।

মাঠ দিবেস স্থানীয় কৃষক-কৃষানী, কৃষক গবেষক দল, সবুজ সংহতি, বিভিন্ন পেশাজীবী জনসংগঠনের প্রতিনিধি, যুব, শিক্ষক, সাংবাদিক বৃম্দ, সরকারী প্রতিনিধি ও বারসিক স্টাফবৃন্দ অংশগ্রহণ করেন।

এসময়,বক্তারা বলেন, উপকূলীয় এলাকার কৃষকরা নানান প্রতিকুলতার মধ্যে দিয়ে বিভিন্ন ফসল উৎপাদন করে যাচ্ছে তার মধ্যে ধান হলো উল্লেখযোগ্য। এই ধান আমাদের ঐতিহ্য – সংস্কৃতির ধারক ও বাহক। যেগুলো বারসিক ও স্থানীয় জনগোষ্ঠী সম্লিত ভাবে সংরক্ষণ করে যাচ্ছে এগুলো কৃষক থেকে কৃষক, গ্রাম সহ জেলা উপজেলার বিভিন্ন স্থানে সম্প্রসারণ করার আহবান জানান।

মাঠ দিবসে শুরুতে অংশগ্রহনকারীরা কৃষক নেতৃত্বে ধানজাত গবেষণা প্লট পরিদর্শন করেন। পরিদর্শণে এলাকা উপযোগী ধানের জাত নির্বাচন করেন বিভিন্ন বৈশিষ্ট্যর উপর ভিত্তি করে। যে জাতগুলো লবনাক্ততা, জলাবদ্ধতা সহ্য করতে পারে এবং পোকামাকড়ের আক্রমন কম হবে, ধানের গাতুনী ঘন ও শিষের দৈঘ্য লম্বা এবং সময়কাল বিবেচনা করে তালমুগুর, কুটেপাটনাই, চারুলতা, চিনিকানি, পাটনাই,কলমিলতা, দারশাইল, নাইদারশাইল, নারকেল মুচি ধান নির্বাচন করেন। সাথে জাতগুলো এলাকার কৃষকদের চাহিদা অনুযায়ী সম্প্রসারণ করার উদ্যোগ গ্রহন করবেন। ধুমঘাট গ্রামের কৃষক গংগারাম মিস্ত্রির তত্বাবধানে ৩৩ শতাংশ জমিতে ১৬২ টি স্থানীয় ধান জাত নিয়ে গবেষণা কাযক্রমটি পরিচালনা হয়।

সমগ্র অনুষ্টানটি সঞ্চালনা করেন বারসিকের কৃষিবিদ আবুল কালাম আজাদ ও সবুজ সংহতির আহবায়ক কুমুদ রঞ্জন গায়েন।


More News Of This Category