সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর বাস স্ট্যান্ডে ঈশ্বরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব জিএম সাদেকুর রহমান সাদেমের সভাপতিত্বে সোমবার বিকালে এক সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক প্রভাষক আব্দুল ওহাব, সাবেক ইউপি সদস্য আ ক মজিবর রহমান, সাইদুল ইসলাম , বীরেন্দ্রনাথ বিশ্বাস, জামাত নেতা রফিকুল ইসলাম, জেলা খেলাফত নেতা মাওলানা মোস্তফা, সমাজসেবক হিরো লাল মন্ডল, আব্দুল বারী, দিলীপ কুমার মুখার্জি, মুক্তিযোদ্ধা সুখেন্দ্র মিস্ত্রি, সমাজসেবক আসমত আলী প্রমূখ। এসময় উক্ত অনুষ্ঠানের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান জি এম সাদেকুর রহমান সাদেক বলেন, ঈশ্বরীপুর ইউনিয়নে হিন্দু-মুসলিম সকলেই সমানভাবে, সমান অধিকার নিয়ে বসবাস করবে কোন ভেদাভেদ থাকবে না, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি আমি। আমি আপনাদের সকলের সহযোগিতা সর্বদা কামনা করি। আওয়ামী লীগ সরকারের উপজেলা আওয়ামী লীগের নেতা ঈশ্বরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শোকর আলী যেভাবে হিন্দু মুসলিমের উপর অত্যাচার নির্যাতন করেছে সেটি আর কোনদিন হবে নাএবং আমি তা হতে দেব না আমার জীবন থাকতে।