সাতক্ষীরার শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের কার্যকরী কমিটির মেয়াদ শেষ হওয়ায় একটি নতুন নির্বাচনকালীন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) ক্লাবের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সভায় এই কমিটি গঠন করা হয়। জি এম খলিলুর রহমানকে আহ্বায়ক, মো. আব্দুল আলিমকে সদস্য সচিব এবং এস এম আসাদুজ্জামানকে সদস্য করে তিন সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
উপজেলা রিপোর্টার্স ক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ক্লাবের কার্যক্রমে স্বচ্ছতা ও গঠনমূলক ভূমিকা রাখার লক্ষ্যেই এই নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করবে।
উল্লেখ্য, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাব স্থানীয় সাংবাদিকতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন কমিটির অধীনে ক্লাবের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।