সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রনি খাতুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ।
বুধবার (১১ ডিসেম্বর ২০২৪) ১১টায় ইউএনওর কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে ক্লাবের সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ইউএনও মোছা. রনি খাতুন শ্যামনগর উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাত হোসেন। রিপোর্টার্স ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি ও জাতীয় দৈনিক আলোকিত সকাল, দি ডেইলি ইভিনিং নিউজ এবং বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি এসকে সিরাজ, সহ-সভাপতি মো. রবিউল ইসলাম (জাতীয় দৈনিক ইনকিলাব ও ডেইলি পোস্ট), সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন (জাতীয় দৈনিক মুক্ত খবর), সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত (দৈনিক খুলনা প্রতিদিন), যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশুক (জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ), কার্যনির্বাহী সদস্য মো. আজিজুর রহমান (জাতীয় দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক পত্রদূত), ডা. জিয়াউর রহমান (জাতীয় দৈনিক মানবকণ্ঠ ও সাতনদী), দপ্তর সম্পাদক রাজু আহমেদ (দৈনিক সুপ্রভাত ও ভয়েস অব সুন্দরবন), এবং প্রচার সম্পাদক রাইসুল মিথুন (দৈনিক সোনালী বার্তা ও ভয়েস অব সুন্দরবন)।
এছাড়া আরও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের বিভিন্ন সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সভায় ইউএনও মোছা. রনি খাতুন সাংবাদিকদের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, সততা ও নিরপেক্ষতার মাধ্যমে সংবাদ পরিবেশন করলে সমাজের উন্নয়ন ত্বরান্বিত হবে। একটি মডেল উপজেলা গড়তে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মতবিনিময় শেষে সাংবাদিকরা শ্যামনগরের বিভিন্ন সমস্যা এবং উন্নয়ন সম্ভাবনা নিয়ে ইউএনওর সঙ্গে আলোচনা করেন। ইউএনও এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।