বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটায় রস সংগ্রহে খেজুর গাছ প্রস্তুত করতে ব্যস্ত গাছিরা গাবুরায় বাল্যবিবাহ ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে পিতামাতাদের সাথে সংলাপ শ্যামনগরে গণমাধ্যম কর্মীদের সাথে নব যোগদানকৃত নিবার্হী অফিসার রনী খাতুনের মতবিনিময় শ্যামনগরে সরকারী সেবায় স্থানীয় জনগোষ্টীর প্রবেশাধিকারের লক্ষ্যে সংলাপ ও মতবিনিমময় বুড়িগোয়ালিনীতে পরিবেশবান্ধব ব্যবসা বিষয়ক পরামর্শ সভা দেবহাটায় সিভিএ ওয়ার্কিং গ্রুপের ইন্টারফেইস মিটিং সাতক্ষীরা টু কালিগঞ্জ মহাসড়ক সংস্কারের দাবিতে দেবহাটায় জামাতের মানববন্ধন অনুষ্ঠিত কোডেকের পরিবেশবান্ধব ব্যবসা বিষয়ক পরামর্শ সভা কালিগঞ্জ বিএনপির আয়োজনে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হয়েছে দেবহাটার সখিপুরে আবাসিক এলাকায় কারখানা, মানছে না কোন বাঁধা!
নোটিশ :
Wellcome to our website...

বাংলাদেশে বন্যা পরবর্তী পুনর্বাসনে সহায়তায় প্রতিনিধি দল পাঠাচ্ছে তুরস্ক

ভোরের সংবাদ ডেস্ক: ৪১ Time View
Update : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ৭:৪১ পূর্বাহ্ন

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মঙ্গলবার ফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তুর্কি প্রেসিডেন্ট ড. ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা জানান।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ এক বিজ্ঞপ্তিতে জানান, ফোনালাপের সময় তুরস্কের প্রেসিডেন্ট বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করেন এবং বলেন, তুরস্ক বন্যা কবলিত মানুষদের মানবিক সহায়তা প্রদান করবে। তিনি আরও জানান যে, শীঘ্রই তুরস্ক থেকে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল বাংলাদেশে আসবে, যারা বন্যা পরবর্তী পুনর্বাসনে সহায়তা করবে।

প্রফেসর মুহাম্মদ ইউনূস তুর্কি প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান এবং উল্লেখ করেন যে, তিনি এবং তুর্কি ফার্স্ট লেডি এমিন এরদোগান একটি উচ্চ পর্যায়ের জাতিসংঘের জিরো-ওয়েস্ট ফোরামের সদস্য। এছাড়াও, তিনি তুরস্কের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের উৎপাদনসহ গুরুত্বপূর্ণ খাতে তুরস্কের বিনিয়োগ প্রয়োজন, যেখানে তুরস্ক একটি শক্তিশালী বৈশ্বিক শক্তি।

প্রেসিডেন্ট এরদোয়ান ড. ইউনূসকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান। প্রফেসর ইউনূস তুরস্ক সফরের আমন্ত্রণ গ্রহণ করেন এবং সুবিধাজনক সময়ে সফর করবেন বলে জানান। এছাড়াও, তিনি প্রেসিডেন্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, যা প্রেসিডেন্ট এরদোয়ানও আনন্দের সাথে গ্রহণ করেন।

এতে উভয় দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও দৃঢ় হওয়ার আশা ব্যক্ত করা হয়েছে।


More News Of This Category