বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটায় রস সংগ্রহে খেজুর গাছ প্রস্তুত করতে ব্যস্ত গাছিরা গাবুরায় বাল্যবিবাহ ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে পিতামাতাদের সাথে সংলাপ শ্যামনগরে গণমাধ্যম কর্মীদের সাথে নব যোগদানকৃত নিবার্হী অফিসার রনী খাতুনের মতবিনিময় শ্যামনগরে সরকারী সেবায় স্থানীয় জনগোষ্টীর প্রবেশাধিকারের লক্ষ্যে সংলাপ ও মতবিনিমময় বুড়িগোয়ালিনীতে পরিবেশবান্ধব ব্যবসা বিষয়ক পরামর্শ সভা দেবহাটায় সিভিএ ওয়ার্কিং গ্রুপের ইন্টারফেইস মিটিং সাতক্ষীরা টু কালিগঞ্জ মহাসড়ক সংস্কারের দাবিতে দেবহাটায় জামাতের মানববন্ধন অনুষ্ঠিত কোডেকের পরিবেশবান্ধব ব্যবসা বিষয়ক পরামর্শ সভা কালিগঞ্জ বিএনপির আয়োজনে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হয়েছে দেবহাটার সখিপুরে আবাসিক এলাকায় কারখানা, মানছে না কোন বাঁধা!
নোটিশ :
Wellcome to our website...

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট বামপন্থী অনূঢ়া দিশানায়েকে

ভোরের সংবাদ ডেস্ক: ৩৫ Time View
Update : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৪৯ অপরাহ্ন
{"data":{"pictureId":"d8dff4c3b6544148bd096dafe0cd0f2b","appversion":"4.5.0","stickerId":"","filterId":"","infoStickerId":"","imageEffectId":"","playId":"","activityName":"","os":"android","product":"retouch","exportType":"","editType":"","alias":""},"source_type":"vicut","tiktok_developers_3p_anchor_params":"{"source_type":"vicut","client_key":"aw889s25wozf8s7e","picture_template_id":"","capability_name":"retouch_image_clear"}"}

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে নাটকীয় জয় পেয়েছেন বামপন্থী প্রার্থী অনূঢ়া কুমারা দিশানায়েকে। দ্বিতীয় দফায় ভোট গণনা শেষে দেশটির নির্বাচন কমিশন রোববার তাকে বিজয়ী ঘোষণা করেছে। আল-জাজিরা ও এএফপি এ খবর জানিয়েছে।

শ্রীলঙ্কার দশম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের এই নেতা। গণনাকৃত ভোটের ৪২ দশমিক ৩ শতাংশ পেয়েছেন দিশানায়েকে। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজিথ প্রেমাদাসা পেয়েছেন ৩২ দশমিক ৮ শতাংশ ভোট।

গত কয়েক দশক ধরে অর্থনৈতিকভাবে ভেঙে পড়া দেশটিতে এই প্রথমবারের মতো কোনো বামপন্থী নেতা প্রেসিডেন্ট হলেন। মার্ক্সবাদী দিশানায়েকেকে মূলত অর্থনীতি পুনরুদ্ধার ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে।

বিদায়ী প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে ২০২২ সালে দায়িত্ব নেন। অর্থনৈতিক মন্দা ও ঋণগ্রস্ত দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। এবারের নির্বাচনে তার দায়িত্বে থেকে যাওয়ার ওপর গণভোটও ছিল। তবে সেখানে তিনি পেয়েছে ১৭ দশমিক ২৭ শতাংশ ভোট।

শনিবার ভোটগ্রহণের পর গণনায় কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পাওয়ায়, দ্বিতীয় দফা ভোট গণনা হয়।

শ্রীলঙ্কার ইতিহাসে এর আগে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দ্বিতীয় দফায় ভোট গণনার প্রয়োজন পড়েনি। তবে এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আভাস আগেই পাওয়া গিয়েছিল। বলা হচ্ছিল, দ্বিতীয় দফা ভোট গণনার প্রয়োজন হতে পারে।

নির্বাচন কমিশন জানায়, প্রথম দফার ভোট গণনা শেষে বামপন্থি প্রার্থী কুমারা দিশানায়েকে সর্বোচ্চ ৪২ দশমিক ৩১ শতাংশ ভোট পেয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়েছেন বর্তমান বিরোধীদলীয় নেতা সাজিদ প্রেমাদাসা। এখন ভোটারদের দেয়া অগ্রাধিকার ভোট গণনা করে দেখা হয়, সেখান থেকে এই দু’জন প্রার্থীর কে কত ভোট পেয়েছেন।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের পছন্দের প্রার্থী ছাড়াও পছন্দক্রম অনুযায়ী প্রথম, দ্বিতীয় বা তৃতীয় প্রার্থীকে ভোট দিতে হয়। সেই তালিকা দেখেই কুমারা দিশানায়েকে ও সাজিদ প্রেমাদাসা কে কত ভোট পেয়েছেন, তা গণনা করে দেখা হয়।

অগ্রাধিকার ভোট হিসাব করার পর এই দুই প্রার্থীর মধ্যে যিনি ৫০ শতাংশের বেশি ভোট পাবেন, তাঁকে বিজয়ী ঘোষণা করা হবে। এরই ধারাবাহিকতায় রোববার চূড়ান্ত ফলাফলে ৫৫ বছর বয়সী অনূঢ়া কুমারা দিশানায়েকেকে বিজয়ী ঘোষণা করা হয়। তার এই জয়কে অভূতপূর্ব বলে মনে করা হচ্ছে। কেননা এর আগে সংসদ নির্বাচনে তার দল মাত্র তিনটি আসনে জয় পেয়েছিল।


More News Of This Category